বাংলাদেশের তরুণ সমাজের অনেকেই ফ্রিল্যান্সিং করে নিজেদের অবস্থা পরিবর্তন করেছে সেটা কারোই এখন অজানা নয়। যা দেখে আরো অনেকেই ফ্রিল্যান্সিং করাতে আগ্রহী হচ্ছে। যে বিষয়টি সবার জানা দরকার সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং কোন দক্ষতা নয় এটি একটি কাজের ধরন। ইন্টারন্যাশনাল এবং লোকাল মার্কেটপ্লেসে চাহিদা আছে এমন নির্দিষ্ট কিছু কাজ করার দক্ষতা অর্জন করে, সেই কাজটি পরিষেবা হিসেবে প্রদান করা অথবা সেল করার নামান্তর হচ্ছে ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা।
ফ্রিল্যান্সিং করতে যারা আগ্রহী তাদের ধৈর্য, অধ্যাবসায়, সদিচ্ছা এবং পরিশ্রম করার মানসিকতা সফল হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্রিল্যান্সিং এ সম্ভাবনা যেমন ব্যাপক ঠিক তেমনি এখানে প্রতিযোগিতাও দিনকে দিন বেড়ে চলেছে। এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যথাযথ প্রশিক্ষণ এবং পরিশ্রমের বিকল্প নেই।
যারা দক্ষতা অর্জন এবং সঠিক দিকনির্দেশনা অনুসরণ করে স্বনির্ভর হতে চান তাদের জন্য মুক্তপেশা – স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট হতে পারে সমাধান। দক্ষ জনশক্তি তৈরি করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে এবং সেই সাথে স্বনির্ভর ব্যক্তি জীবন প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে পথচলছে মুক্তপেশা – স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।
“স্বনির্ভর জীবনের প্রত্যাশায়, যুক্ত হোন মুক্তপেশায়”